দিয়োগো জটার স্মৃতিকে অমর করে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে স্থায়ীভাবে গড়া হবে জটা ও তার ভাই আন্দ্রে সিলভার একটি ভাস্কর্য। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জুলাই স্পেনের থামোরায় প্রাণ হারান এই দুই ভাই। সিলভা পর্তুগালের দ্বিতীয় বিভাগ ক্লাব পেনাফিয়েলের ফুটবলার ছিলেন।
জটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, পুরুষ ও নারী ফুটবল দলের কেউই আর কখনো ২০ নম্বর জার্সি পরবে না। জটার প্রিয় জার্সি নম্বর ‘২০’ কে ঘিরেই তৈরি করা হচ্ছে মৌসুমজুড়ে নানা আয়োজন।
আসন্ন মৌসুমে লিভারপুলের খেলোয়াড়দের জার্সিতে থাকবে ‘ফরএভার ২০’ বার্তাটি। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, ৪ আগস্ট আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচ, ১৫ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে প্রথম হোম ম্যাচ-সব জায়গায় থাকবে স্মৃতিচারণার ছাপ। প্রথম হোম ম্যাচে ভক্তদের তৈরি মোজাইক ও এক মিনিট নীরবতার মাধ্যমে দেওয়া হবে সম্মান।
জটার নামে তৈরি হচ্ছে একটি ভাস্কর্য, যেখানে ব্যবহার করা হবে অ্যানফিল্ডে ভক্তদের রেখে যাওয়া স্মরণীয় জিনিসপত্র। সেইসঙ্গে এশিয়ায় অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচে লিভারপুলের খেলোয়াড়রা মাঠে নামবেন ‘দিয়োগো জে ২০’ লেখা বিশেষ জার্সি পরে।
সমর্থকরা চাইলে ‘দিয়োগো জে ২০’ লেখা জার্সিও কিনতে পারবেন। ক্লাব জানায়, এসব জার্সি বিক্রির পুরো লাভ যাবে ‘এলএফসি ফাউন্ডেশন’-এ। এই দাতব্য সংস্থা জটার নামে তৃণমূল পর্যায়ে কাজ করার অঙ্গীকার করেছে।
এছাড়া আগামী ১০ আগস্ট ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ডের ম্যাচে জটার প্রতি শ্রদ্ধা জানানো নিয়েও ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে লিভারপুল। মোটকথা জটার স্মৃতি অমলিন রাখতে প্রয়জনীয় সবকিছু করতে চাচ্ছে লিভারপুল।
