আগে গোল করেও জয় পায়নি বার্সেলোনা, তবে হারেনি। ড্র করেছে। তাদের এই ড্র অস্বস্তির হলেও অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের হার তাদের সেই অস্বস্তি দূর করে দিয়েছে। শনিবার রাতে বার্সেলোনা নিজেদের মাঠের খেলায় লা লিগায় রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
এই ড্রয়ের ফলে ৩০ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে রয়েছে। হারের ফলে রিয়াল মাদ্রিদ সেই ৬৩ পয়েন্টে রয়ে গেছে। দুই দলের ব্যবধান এখন চার পয়েন্টের। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৭। এই ব্যবধান কমানোর সুযোগ রয়েছে আতলেতিকোর। কেননা তাদের হাতে একটা খেলা এখনো বাকি রয়েছে।
নিজেদের মাঠের খেলায় লড়াই শুরু হতে না হতেই বার্সেলোনা ব্যবধান গড়ে নেয়। গাবি ম্যাচের সপ্তম মিনিটে গোল করেন। ফেরান টরেস ছিলেন এই গোলের রূপকার। তবে বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি। ১৭ মিনিটে নাতান এই গোল পরিশোধ করেন। বাকি সময়ে উভয় দল একাধিক সুযোগ পেলেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। বিশেষ করে ৩৮ মিনিটে লামিনে ইয়ামাল গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার দারুণ বাঁকানো শট দক্ষতার সঙ্গে রুখে দেন বেতিস গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তন করে আরো শক্তিশালী হয়ে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের ৭৫ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেও তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।