পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আগামী জুনে মাঠে গড়াবে। সে হিসেবে এখনো সাত মাস বাকি। তার আগে বিশ্বকাপ ড্র। আজ সেই কাঙ্খিত ড্র। ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে এই ড্র অনুষ্ঠিত হবে। এর মাঝ দিয়ে জানা যাবে আগামী বিশ্বকাপের গ্রুপ পর্বে কার বিপক্ষে কারা খেলবে। লিওনের মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্লিং হালান্ডের প্রতিপক্ষ কারা হবে তা জানা যাবে আজ।
স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এই ড্র অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে কাঙ্খিত এই ড্র অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিশ্বকাপে খেলা ৪৮টি দেশকে ১২টি ভাগে ভাগ করা হবে। অর্থাৎ প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে। গত নভেম্বর/ডিসেম্বরে র্যাংকিং অনুসারে বাছাই করে চারটি পাত্রে রাখা হবে। তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে সর্বোচ্চ র্যাংকিং দিয়ে এক নম্বর পাত্রে রাখা হবে।
র্যঅংকিয়ের সর্বোচ্চ দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা অর্ধে রাখা হবে। এতে করে সেমিফাইনালের আগে তাদের দেখা হবে না তা নিশ্চিত হবে।
প্রথম পাত্রে থাকবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।
দ্বিতীয় পাত্রে থাকবে ক্রোয়েশিয়া, মরক্কো, কলাম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়া।
তৃতীয় পাত্রে থাকবে নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও উজবেকিস্তান।
চতুর্থ পাত্রে থাকবে জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসায়ো, হাইতি, নিউজিল্যান্ড ও বাছাই পর্ব পার হওয়ার অপেক্ষায় থাকা আরো ছয়টি দেশ।
