লা লিগায় ২৮তম শিরোপা জয় উৎসব গত রাতেই করতো পারতো বার্সেলোনা। বুধবার মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদ হেরে গেলেই বার্সেলোনার এ মৌসুমের শিরোপা জয় নিশ্চিত হয়ে যেত। শেষ মুহুর্তের গোলে রিয়াল মাদ্রিদ জয় পেলে বার্সেেলোনার শিরোপা উৎসব স্থগিত হয়ে যায়। তবে আজই বার্সেলোনার সমর্থকদের সেই অপেক্ষার অবসান হতে পারে। আজ নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ম্যাচ বার্সেলোনার। এ ম্যাচে জল পেলেই বার্সেলোনা শিরোপা জয় নিশ্চিত হবে। আজ রাত ১.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এস্পানিওলের মাঠে অনুষ্ঠিত হবে এ খেলা।
৩৫ ম্যাচ শেষে বার্সেলোনা ৮২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ৩৬ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। দুই দলের পয়েন্টের পার্থক্য বর্তমানে ৪। আজ বার্সেলোনা জয় পেলে পার্থক্য বেড়ে দাঁড়াবে ৭ পয়েন্টে। উভয় দলের দুটো করে ম্যাচ বাকি থাকবে। সে ক্ষেত্রে বাকি দুই ম্যাচের রিয়ার মাদ্রিদ যদি জয় পায় আর বার্সেলোনা হেরে যায় তাহলেও দুই দলের পয়েন্ট সমান হবে না। বার্সেলোনা এক পয়েন্টে এগিয়ে থাকবে। বার্সেলোনার শিরোপা জয় নিশ্চিত হবে।
নগর প্রতিদ্বন্দ্বী হলেও বার্সেলোনা ও এস্পানিওলের মধ্যে পার্থক্য বিস্তর। প্রথম দলটি শিরোপা জয়ের জন্য লড়বে আর অন্যটি অবনমন এড়ানোর জন্য। এস্পানিওল ৩৫ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে। আজ জয় পেলে তারা পয়েন্ট টেবিলে বড় একটা লাফ দিতে পারবে। তেরতম স্থানে চলে আসবে, এড়াতে পারবে অবনমন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















