মেজর সকার লিগে এক গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার ভোরে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি ও শার্লটে এফসি। লিগে উভয় দলে হাড্ডাহাড্ডি অবস্থানে এখন। দুই ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ৪। উভয় দলই একটি করে ম্যাচ জয় পেয়েছে, একটিতে ড্র করেছে। এ ম্যাচের মাঝ দিয়ে একে অপরকে টপকে যাওয়ার সুযোগ। যারাই জয় পাবে তারাই এগিয়ে যাবে। ড্র হলে মায়ামি থাকবে উপরে। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের উন্নতিও করার সুযোগ রয়েছে।
গত রবিবার হাউস্টনের বিপক্ষে ৪-১ গোলের জয়ের স্মৃতি নিয়ে এ ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি। সে ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন লুইস সুয়ারেজ। ম্যাচে একটা গোল করেছিলেন। পাশাপাশি দুই গোলের রূপকার ছিলেন। সে ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। এ ম্যাচেও তার মাঠে নামা নিয়ে যথেষ্ঠ শঙ্কা রয়েছে।
মেসির এ ম্যাচে খেলা সম্পর্কে কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, মেসি ভালো আছে। আশা করছি সে মাঠে নামবে। তবে তার কিছু অনুশীলন দরকার। যাহোক এ মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে শার্লটে তাদের সর্বশেষ ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয় পায়। দলের নতুন দু্ই খেলোয়াড় গোল করেছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















