নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে বাংলাদেশকে টপকে আবার পাকিস্তান শীর্ষে উঠে এসেছে। লাহোরে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে তারা ৬৫ রানে হারিয়ে বাংলাদেশকে টপকে গেছে। পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯১ রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১২৬ রানে সব উইকেট হারায়।
এ ম্যাচ শেষে ৩ ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট ৬ পয়েন্ট। ছয় দলের প্রতিযোগিতায় পাকিস্তান এখন শীর্ষে। বাংলাদেশ দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে আজ বাংলাদেশের সামনে শীর্ষে আসার সুযোগ রয়েছে। আজ বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। আজ জয় পেলে বাংলাদেশ আবার শীর্ষস্থান ফিরে পাবে।
স্কটল্যান্ডের বেশ কঠিন প্রতিপক্ষ হতে পারে। তাদেরও পয়েন্ট ৪।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়ে নেতৃত্ব দিয়েছেন সিদরা আমিন। ৫৪ রান করেছেন তিনি। ওপেনার মুনিবা আলীর অবদান কম নয়। ৩৩ রান করেছিলেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে ধ্বংসস্তুপে পরিণত করেন ফাতিমা সানা। মাত্র ১৬ রানে তিনি ৩ উইকেট শিকার করেন। রামিন শামীম ও নাশরা সাধু দুটো করে উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।