ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ থেকে। প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মোট ছয় ম্যাচের মধ্যে প্রথম দুইটি বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট। বাকি চার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
আগের আসরের মতো এবার আর গ্রুপ পর্বের ম্যাচগুলোকে ‘রাউন্ড’ না বলে বলা হচ্ছে ‘ম্যাচ ডে’।
প্রথম ম্যাচ ডে’তে বাংলাদেশ সময় রাত পৌনে ১১ টায় মুখোমুখি হচ্ছে জুভেন্টাস ও পিএসভি এবং ইয়াং বয়েজ ও অ্যাস্টন ভিলা। বাংলাদেশ সময় রাত একটায় চারটি ম্যাচে পরষ্পরের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ-ভিএফবি স্টুটগার্ট, বায়ার্ন মিউনিখ-ডায়নামো জাগরেব, স্পোর্টিং ও লিল এবং এসি মিলান ও লিভারপুল
এটি ইউরোপীয় ক্লাব টুর্নামেন্ট হলেও সারা বিশ্বের ফুটবল প্রেমীদের দৃষ্টি থাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দিকে। বলা যায় ক্লাব ক্লাব ফুটবলে এটিই একমাত্র টুর্নামেন্ট যার খোঁজ খবর রাখেন ভক্তরা। আগের বছরের তুলনায় এবারের টুর্নামেন্টে বেশ কিছু মৌলিক পার্থক্য আছে। ফলে বলা যায় `নতুন ফর্মেটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ’।
৩২ ক্লাবের সাথে যোগ হয়েছে আরও চারটি ক্লাব। অর্থাৎ ৩৬ ক্লাব নিয়ে শুরু হচ্ছে এবারের গ্রুপ পর্বের লড়াই।
কি থাকছে নতুন কাঠামোয়?
আগের ২১ আসরে ৩২ দল আটটি গ্রুপে ভাগ হয়ের পরষ্পরের মুখোমুখি হতো। প্রতি গ্রুপে থাকতো চারটি করে ক্লাব। তারা হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দু’বার করে পরষ্পরের মুখোমুখি হতো। প্রতি গ্রুপ থেকে দু’টি করে ক্লাব ‘রাউন্ড অফ সিক্সটিন’ বা দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেতো।
এবারের মৌসুম থেকে প্রথম রাউন্ডে কোন গ্রুপ থাকছে না। ৩৬ ক্লাবের সবগুলোই ‘একটি পয়েন্ট তালিকার অধীনে থাকছে।’ অর্থাৎ সেপ্টেম্বর থেকে আগামী জানুয়ারি মধ্যে প্রতিটি দল ‘দৈবচয়ন পদ্ধতিতে’ আট দলের বিপক্ষে আটটি ম্যাচ খেলবে। এর মধ্যে চারটি ম্যাচ ঘরের মাঠে এবং চার ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলবে হবে। এই আট প্রতিপক্ষ লটারিতে নির্ধারিত হয়েছে। অর্থাৎ এবার নির্দিষ্ট কোন ক্লাবের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি থাকছে না।
পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে চলে যাবে। পয়েন্ট টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো ফেব্রুয়ারিতে নকআউট প্লে-অফে মুখোমুখি হবে। ৯ থেকে ১৬ নম্বর দল ১৭ থেকে ২৪ নম্বর দলের বিপক্ষে খেলবে। এখানে ড্র’র মাধ্যমে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। প্লে-অফে জয়ী আট দল চলে যাবে শেষ ষোলতে (রাউন্ড অফ সিক্সটিনে)। এরপর আগের মতোই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















