সেপ্টেম্বরের শুরুতেই এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্ট, অথচ বাংলাদেশ দল এখনো কোচ-নির্ধারণেও পৌঁছাতে পারেনি। আজ দুপুর ১২টা থেকে সাড়ে ২টা পর্যন্ত জাতীয় দল কমিটির দীর্ঘ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশা থাকলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি।
ভারত ইতিমধ্যে বাছাই পর্বের প্রস্তুতি শুরু করলেও বাংলাদেশ এখনো কোচ নিয়েই ধোঁয়াশায়। সিনিয়র দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ফিফা উইন্ডোতে ব্যস্ত থাকবেন, ফলে বিকল্প হিসেবে দেশি কোচ কিংবা নতুন বিদেশি নিয়োগের ভাবনা থাকলেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রো লাইসেন্সধারী পাঁচ দেশি কোচের মধ্যে তিনজন দায়িত্ব নিতে আগ্রহী নন, ফলে বিকল্প কম।
সভায় ক্যাম্প আয়োজন ও প্রীতি ম্যাচ নিয়েও আলোচনা হয়। আগস্টে এক বা দুইটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও কোনো দেশ, ভেন্যু বা সময়সূচি নির্ধারিত হয়নি। ফর্টিজ ফুটবল ক্লাবের ডরমেটরি ব্যবস্থার উন্নয়ন হলে সেখানে জাতীয় দলের ক্যাম্প আয়োজনের বিষয়টি আলোচনায় আসে।
একমাত্র আশাব্যঞ্জক দিক—ফর্টিজের অবকাঠামো জাতীয় দলের অনুশীলনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে এবং ক্লাবের পক্ষ থেকে সহায়তার আশ্বাস মিলেছে। তবে নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর প্রস্তাবিত ম্যাচ নিয়েও আজ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
১০ জুনের সিঙ্গাপুর ম্যাচে হারের পেছনের নানা অসঙ্গতি নিয়েও আলোচনা হয়েছে, তবে কোচ না থাকায় সুনির্দিষ্ট ব্যাখ্যা মিলেনি। বাফুফের সিদ্ধান্তহীনতা এবং ধীরগতির প্রশাসনিক তৎপরতা নিয়ে এখন ফুটবল অঙ্গনে বাড়ছে উদ্বেগ। সময় দ্রুত ফুরিয়ে আসছে, প্রস্তুতি পড়ে রয়েছে পিছিয়ে।
