ফুটবল ভক্তরা আরো একটা এল ক্ল্যাসিকো দেখার সুযোগ পাচ্ছে। কোপা দেল রে’ ফাইনাল এই সুযোগ এনে দিয়েছে। আগেই টুর্নামেন্টের ফাইনাল খেলা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে বার্সেলোনা। ফিরতি লেগের ম্যাচে অ্যাওয়েতে বার্সেলোনা ১-০ গোলে জয় পেয়েছে। ফলে ৫-৪ গোল গড়ে জয় নিয়ে বার্সেলোনা শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। প্রথম লেগের খেলায় ৪-৪ গোল অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।
প্রথম লেগে টানটান উত্তেজনার ম্যাচে ৪-৪ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ নিয়ে উত্তেজনার শেষ ছিল না। কিন্তু ২৭ মিনিটে ফেরান টরেসের গোল সব উত্তেজনায় পানি ঢেলে দেয়। টরেসের এই গোল আতলেতিকো মাদ্রিদের বিদায় নিশ্চিত করে বার্সেলোনাকে ফাইনালে পৌঁছে দেয়। এই মাসের শেষের দিকে সেভিয়াতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয়ার্ধে অবশ্য আতলেতিকো মাদ্রিদ সমতা আনার সুযোগ পেয়েছিল। কিন্তু বদলি খেলোয়াড় আলেক্সান্ডার সোরলোথ সুযোগটি কাজে লাগাতে পারেননি।
রিয়াল মাদ্রিদও তাদের সেমিফাইনালে একই ব্যবধানে জয় পেয়েছিল। প্রথম লেগের খেলায় তারা ১-০ গোলের জয়ের পর ফিরতি লেগে বারবার পিছিয়ে পড়ে ৪-৪ গোলে ড্র করে।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এর আগে কোপা দেল রের ফাইনালে ১৮বার মুখোমুখি হয়েছে। লড়াইয়ে রিয়ালের রয়েছে একচ্ছত্র আধিপত্য। ১১ বার জয়োৎসব করেছে তারা। সর্বশেষ ২০১৪ সালের লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছিল। তবে বর্তমান সময়ের পারফরম্যান্স অনুযায়ী বার্সেলোনা সুবিধাজনক অবস্থায় রয়েছে। গত অক্টোবরে লা লিগায় নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল তারা। আর জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে জয় পেয়েছিল