আতলেতিকো মাদ্রিদের সহজ জয়

লা লিগা

গোলের পর আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়

লা লিগায় শিরোপা লড়াইটা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দূর থেকে তাদের অনুসরণ করে চলেছে আতলেতিকো মাদ্রিদ। ফলে শিরোপা জয়ের লড়াইয়ে তারা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়ে ভালোভাবে টিকে আছে দলটি। বৃহষ্পতিবার রাতে তারা নিজেদের মাঠের খেলায় রায়ো ভায়েকানোকে ৩-০ গোলে হারিয়েছে। আলেক্সান্ডার সরলোথ, কনোর কালাঘের ও হুলিয়ান আলভারেজ গোল করেছেন।

এ জয়ের ফলে আতলেতিকোর পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৬। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে। ৭২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে। এখনো পাঁচটি করে খেলা বাকি থাকলেও আতলেতিকো মাদ্রিদের তৃতীয় স্থান পাওয়াটা অনেকটাই নিশ্চিত। কেননা চতুর্থ স্থানে থাকা অ্যাথলেটিক বিলবাও থেকে তারা ৬ পয়েন্ট এগিয়ে রয়েছে।

ম্যাচের শুরুতেই রায়ো ভায়েকানোকে চমক দেয় আতলেতিকো মাদ্রিদ। মাত্র তৃতীয় মিনিটে তারা গোলের দেখা পেয়েছিল। বিরতির আগ মুহুর্তে দ্বিতীয় গোল পায় তারা। আর হুলিয়ান আলভারেজ ৭৭ মিনিটে গোল করে জয় নিশ্চিত করে।

এদিকে এই হার রায়ো ভায়েকানোকে একাদশ স্থানে নামিয়ে দিয়েছে। ৪১ পয়েন্ট তাদের।

Exit mobile version