কয়েকদিন আগে লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে চেয়ার সিটিং খেলা চলছিল। বার্সেলোনা এগিয়ে যায় তো পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের পেছনে ফেলে দেয়। সেই চেয়ার সিটি খেলার অবসান হয়েছে। স্থায়ীভাবে বার্সেলোনা শীর্ষস্থানের দখল নিয়েছে। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে পয়েন্ট টেবিলে ব্যবধানটা স্পষ্ট করেছে বার্সেলোনা। ৩-১ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি।
বার্সেলোনার হয়ে রাফিনহা, দানি ওলমো এবং ফেরান টরেস গোল করেছেন। আতলেতিকোর হয়ে ব্যবধান কমিয়েছেন অ্যালেক্স বায়েনা। এ জয়ের ফলে ১৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৩৭। ১৪ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে রিয়ার মাদ্রিদ দ্বিতীয় স্থানে। ১৫ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ চতুর্থ স্থানে।
বার্সেলোনার জন্য রাতটা মোটেও স্বস্তির ছিল না। প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ দূর্দান্ত রেকর্ড নিয়ে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল। সব ধরণের প্রতিযোগিতা মিলে আগের সাতটি ম্যাচে জয়ের কীর্তি গড়েছিল আতলেতিকো। তাছাড়া গত আগষ্ট মাসের পর লিগের খেলায় তারা ছিল অপরাজিত। তারই ধারাহিকতা রক্ষায় মাঠে নেমেছিল আতলেতিকো। প্রথম গোলও পেয়েছিল তারা। ১৯ মিনিটে বায়েনার গোলে এগিয়ে যায় আতলেতিকো।
খুব বেশি সময় অবশ্য আতলেতিকো গোলের আনন্দে থাকতে পারেনি। ২৬ মিনিটে রাফিনহার গোলে বার্সেলোনা খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে দানি ওলমো গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন। আর ইনজুরি সময়ে স্কোরশিটে নাম লেখান ফেরান টরেস। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে বার্সেলোনা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের ওপর বেড়েছে চাপ। আজ রাতে তারা অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে।
