দ্বিতীয়ার্ধে ডেনজেল ডামফ্রাইসের জোড়া গোলের সুবাদে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে তারা আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে ইন্টার মিলানের সামনে এখন চতুর্থবারের মতো ইতালিয়ান সুপার কাপের শিরোপা জয়ের হাতছানি।
আগামী সোমবার তারা শিরোপা লড়াইয়ে মাঠে নামবে। তবে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে জুভেন্টাস ও এসি মিলান। এ ম্যাচের জয়ী দল শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে।
আতালান্তার বিপক্ষে ইন্টার মিলান উভয় গোলই পায় দ্বিতীয়ার্ধে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই গোলের দেখা পায় শিরোপা প্রত্যাশী দলটি। প্রথমার্ধে ইন্টার মিলানকে গোল বঞ্চিত রাখার কৃতিত্বটা আতালান্তার গোলরক্ষক মার্কো কার্নেসেচির। এ অর্ধে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক চেষ্টা তিনি দক্ষতার সঙ্গে রুখে দেন।
প্রথমার্ধে আতালান্তাও গোলের সুযোগ পেয়েছিল। তবে সে সব সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ইন্টার মিলান বেশ কয়েকটা কর্নার আদায় করে নেয়। তারই একটা কাজে লাগিয়ে তারা এগিয়ে যায়। ৬১ মিনিটে ডামফ্রাইস দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
বিস্তারিত কমেন্টে…