ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে নজরটা এখন আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে। জুন মাসে ইউরোপ থেকে এশিয়া, আমেরিকা থেকে আফ্রিকা—সর্বত্র চলছে বিশ্বকাপ বাছাই ও কনফেডারেশনভিত্তিক আন্তর্জাতিক সূচি। তার মধ্যে নজরকাড়া দুটি নাম—ব্রাজিল ও আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ের এই জুন উইন্ডোতে নিজেদের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলে আসছেন কার্লো আনচেলত্তি, যিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ। তার অধীনে এই প্রথমবারের মতো খেলতে নামবে সেলেসাও।
বাংলাদেশ সময় ৭ জুন (শুক্রবার) ভোর ৫টায় ইকুয়েডরের মাটিতে আনচেলত্তির প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১১ জুন ভোর ৬টা ৪৫ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে নামবে তারা।
অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জুন উইন্ডো শুরু করবে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা চিলির বিপক্ষে ৭ জুন ভোর ৬টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এরপর ১১ জুন তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা বর্তমানে শীর্ষে, অন্যদিকে ব্রাজিল অবস্থান করছে চতুর্থ স্থানে। ৪৮ দলের নতুন কাঠামোর বিশ্বকাপে লাতিন অঞ্চল থেকে সরাসরি সুযোগ পাবে শীর্ষ ৬ দল।
