আন্তর্জাতিক ফুটবলে অ্যাসিস্টের নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি

মেসি

মেসি

আবারও ইতিহাস গড়লেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে আরও এক অনন্য রেকর্ড গড়ে এবার তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্টের মালিক হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচেই আসে এই অর্জন। ম্যাচের প্রথমার্ধে গনজালো মন্তিয়েলকে গোল করিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের ৫৯তম অ্যাসিস্ট পূর্ণ করেন মেসি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ল্যান্ডন ডোনোভান ও ব্রাজিলের নেইমারকে—দুজনেরই অ্যাসিস্ট ছিল ৫৮টি করে।

তবে মেসি এখানেই থামেননি। দ্বিতীয়ার্ধে লাওতারো মার্তিনেজকে দিয়ে আরেকটি গোল করিয়ে অ্যাসিস্টের সংখ্যা বাড়ান ৬০-এ। গোল করা যেমন তাঁর নৈপুণ্যের পরিচয়, তেমনি সতীর্থদের দিয়ে গোল করাতেও সমান পারদর্শী—এই ম্যাচ যেন তারই প্রমাণ।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এখনো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। ক্যারিয়ারের শেষভাগে এসেও সাফল্যের ধারায় মুগ্ধ করে চলেছেন সমর্থকদের।

পরিসংখ্যান বলছে, মেসি তাঁর পুরো পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ১ হাজার ১২৯ ম্যাচে করেছেন ৩৯৭টি অ্যাসিস্ট। এখন সবার আগ্রহ—এই রেকর্ডের সংখ্যা তিনি আর কতদূর নিয়ে যেতে পারেন অবসরের আগে।

Exit mobile version