ইন্টার মিলান শিবিরে আফসোসের শেষ নেই। সেরি আ’র শিরোপা জয়ের একটা সুযোগ শেষ সময়ে তাদের এসেছিল। কিন্তু সে সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। শীর্ষে থাকা নাপোলি টানা দুই ম্যাচ ড্র করায় শিরোপা জয়ের সুযোগ এসেছিল ইন্টার মিলানের সামনে। গত রাতে নাপোলি পারমার সঙ্গে ড্র করেছে। এদিন জয় পেলেই শিরোপার পথে এগিয়ে যেত ইন্টার মিলান। কিন্তু ল্যাজিও’র সঙ্গে তারা ড্র করেছে। ২-২ গোলে ড্র।
এই ড্র’ ইন্টার মিলানের সামনের পথটা অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। এখন তাদের শিরোপার স্বপ্ন নাপোলির পরবর্তী ও শেষ ম্যাচের ওপর নির্ভর করছে। শেষ ম্যাচ নাপোলি যদি জয় পায় তাহলে নাপোলি শিরোপা পাবে। আর তারা পয়েন্ট হারালে ইন্টার মিলানের সামনে সুযোগ আসবে। অন্যথায় দ্বিতীয় হয়ে এ মৌসুম শেষ করতে হবে ইন্টার মিলানকে।
ল্যাজিও’র বিপক্ষে জয়ের পথেই ছিল ইন্টার মিলান। ৭৯ মিনিট পর্যন্ত তারা ২-১ গোলে এগিয়ে ছিল। কিন্তু ৯০ মিনিটে পেড্রো পেনাল্টি থেকে গোল করে ইন্টার মিলানের মূল্যবান পয়েন্ট কেড়ে নেয়। ইয়ান বিসেক ও ডেঞ্জেল ডামফ্রাইসের গোলে ইন্টার মিলান জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু মাত্র ১৮ মিনিটের মধ্যে জোড়া গোল করে পেড্রো ইন্টার মিলানের শিবিরে বড় আঘাত হানেন। ৭২ মিনিটে প্রথম গোল করে সমতায় ফেরান তিনি। ৯০ মিনিটে করা তার গোল ল্যাজিওকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান।
৩৭ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৭৯, ইন্টার মিলানের সংগ্রহ ৭৮। ল্যাজিও’র পয়েন্ট ৬৫। ষষ্ঠ অবস্থানে তারা।
