আফ্রিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ওসিমেন

৩৩ বছর পর নাপোলিকে ইতালির লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিক্টর ওসিমেন। এরই পুরস্কার স্বরুপ ২০২৩ সালে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

গতকাল মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএফএ) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে পুরস্কৃত করা হয়। এককভাবে সেরার খেতাব অর্জনের পথে তিনি পেছনে ফেলেছেন মিসর ও লিভারপুল উইঙ্গার মোহাম্মদ সালাহ এবং মরক্কো ও পিএসজির রাইটব্যাক আশরাফ হাকিমিকে।

আফ্রিকান খেলোয়াড় হিসেবে মর্যাদাপূর্ণ এই অর্জনের পর নিজের স্বপ্নপূরণের কথা জানিয়েছেন ওসিমেন। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। ‘

তিনি আরো বলেন, ‘আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়া ও পাশে থাকার জন্য।’

৩৩ বছর পর গত মৌসুমে লিগ শিরোপা জিতে নেয় ম্যারাডোনার নাপোলি। সেই বহুল কাঙ্ক্ষিত জয়ের কান্ডারি ছিলেন ভিক্টর। দলকে শিরোপা জেতানোয় সবচেয়ে বেশি অবদান তাঁরই। নাইজেরিয়ান এই স্ট্রাইকার সেই মৌসুমে গোল করেছিলেন ২৬টি, সহায়তা করেছেন পাঁচটিতে।

চলতি মৌসুমে নাপোলির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন ওসিমেন।

ইনজুরিতে পড়ে আফ্রিকা কাপ অব নেশনসের গত আসরে খেলতে পারেননি ভিক্টর। সেবার শেষ ষোলোতে তিউনিসিয়ার কাছে হেরে বিদায় হয়েছিলো নাইজেরিয়ার।

আইভরি কোস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের বাছাইপর্বে দূর্দান্ত ছন্দে আছেন ওসিমেন। সর্বোচ্চ ১০ গোল করে শীর্ষ গোলদাতা তিনি। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৩ জানুয়ারি।

Exit mobile version