কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ও স্পোর্টি কানসাস সিটির ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার সকালে মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় অনুসারে বৃহষ্পতিবার সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানিয়েছে, কানসাস সিটিতে ব্যাপক তুষারপাত হতে পারে। তাপমাত্রা মাইনাল ১৪ ডিগ্রিতে নামতে পারে। খারাপ আবহাওয়ার কথা উল্লেখ করে কনকাকাফ জানিয়েছে, কানসাস সিটি ও ইন্টার মায়ামির প্রথম লেগের ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। উভয় দলের সঙ্গে কথা বলে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।
এর আগে ফ্রাঙ্কো পানিজো নামের এক সাাংবাদিক দাবি করেন, ঠান্ডার কারণে মেসি খেলতে চাননি।