গোল খরায় ভুগছেন লিওনেল মেসি। এমন কি ইনজুরির কারণে ঠিক মতো মাঠেও নামতে পারছেন না। অন্যদিকে গোল উৎসব করছেন তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতেও গোল করেছেন এই পর্তুগীজ। তার দলও জয় পেয়েছে।
সৌদি ‘প্রো-লিগে’ তার দল আল নাসর ২-১ গোলে হারিয়েছে আল ফাতেহকে। মৌসুমে এটা ছিল রোনালদোর ২১তম গোল।
গত বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও গোল করেছিলেন রোনালদো। তার একমাত্র গোলেই আল ফেহার বিপক্ষে জয় পেয়েছিল আল নাসর।
শীতকালীন ছুটির পর এটা ছিল আল নাসর ও আল ফাতেহের প্রথম লিগ ম্যাচ। আল নাসরের জন্য ফাতেহ ম্যাচটি বেশ কঠিন করে তুলেছিল। তার মাঝে ৭২ মিনিটে করা ওতাভিওর গোল আল নাসরের জয় নিশ্চিত করে।
বিরতি পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল।
১৭ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর। কিন্তু তাদের এই গোলের উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি।
২৯ মিনিটে সালেম আল নাজদি খেলায় সমতা ফিরিয়ে আনেন।
এ জয়ের ফলে ২০ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ৫৩ পয়েন্ট নিয়ে আল হিলাল শীর্ষে। তবে আল হিলাল একটা ম্যাচ কম খেলেছে।