ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে থাকার ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার এই ফেরাকে স্বাগত জানিয়ে স্বপ্ন দেখছিল আল হিলাল ক্লাব। কিন্তু তাদের স্বপ্নে আবার বড় আঘাত লেগেছে। ব্রাজিলিয়ান তারকা আবার ইনজুরিতে পড়েছেন। তবে তার এবারের ইনজুরি কতটুকু ভয়াবহ সে ব্যাপারে আল হিলাল ক্লাব কিছুই জানায়নি।
সোমবার রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নেমেছিল আল হিলাল। লিগ পর্যায়ের এ খেলায় এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে নেইমারের ক্লাবটি। হ্যাটট্রিক করেছেন আলেক্সান্দার মিত্রোভিচ। এ জয়ে গ্রুপে নেতৃত্ব দিচ্ছে আল হিলাল ক্লাব।
নেইমার ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। ৫৮ মিনিটে আব্দুল্লাহ আল হামাদানের পরিবর্তে মাঠে আসেন তিনি। আধাঘন্টাও মাঠে থাকতে পারেননি। তার আগেই মাঠে ছেড়ে যেতে হয় তাকে। ডান পায়ে আঘাত পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তার আঘাত কতটুকু মারাত্মক বা আগামী ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা এ ব্যাপারে আল হিলাল কিছুই জানায়নি।
২০২৩ সালে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু ইনজুরির কারণে বড় একটা সময় তাকে মাঠের বাইরে থাকতে হযেছে। জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল করা নেইমারকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে চায় না আল হিলাল। সে কারণে বদলি খেলোয়াড় হিসেবে নেইমারকে মাঠে নামাচ্ছেন আল হিলাল কোচ। জাতীয় দলের কোচ দরিভালও নেইমারকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেন। যে কারণে আল হিলালের হয়ে মাঠে ফিরলেও এ মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে নেইমারকে উপেক্ষা করে গেছেন।
বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচ শেষে ব্রাজিল পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। আর্জেন্টিনা শীর্ষে।