আরনাউত দানজুমার গোল রিয়াল মাদ্রিদকে একটু আশাবাদী করেছিল। জিরোনার বিপক্ষে তাহলে পয়েন্ট হারাচ্ছে বার্সেলোনা। কিন্তু তাদের সে আশায় পানি ঢেলেছেন রবার্ট লেফানদোভস্কি। জোড়া গোল করেছেন তিনি। আর তাতেই রোববার জিরোনার বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ৪-১ গোলের জয়ে রিয়াল মাদ্রিদ থেকে আবার তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে শিরোপা প্রত্যাশী দলটি।
২৯ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬৬। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৭।
নিজেদের মাঠের এ খেলায় বার্সেলোনা লম্বা একটা সময় সমর্থকদের দুঃশ্চিন্তায় রেখেছিল। ৬৩ মিনিট পর্যন্ত জিরোনা বার্সেলোনার পয়েন্ট ভাগ বসিয়ে রেখেছিল। কিন্তু তারপর একের পর এক গোলের দেখা পেয়েছে বার্সেলোনা। লেফানদোভস্কি জোড়া গোল করেছেন। আর ফেরান টরেস এক গোল। বার্সেলোনার প্রথম গোলটি ছিল আত্মঘাতি।
এ ম্যাচের জোড়া গোলের মাঝ দিয়ে লেফানদোভস্কি ঘরোয়া লিগে গোলের সংখ্যা ২৫ করেছেন। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে থেকে তিন গোলে এগিয়ে তিনি।