পয়েন্ট হারানো এখন ইন্টার মায়ামির অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। মেজর সকার লিগে বৃহষ্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে তারা সান হোসে আর্থকোয়াকসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ৩-৩ গোলে ড্র হয়েছে। আগে গোল করেও তাদেরকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
এ ম্যাচের ড্র’র ফলে মেজর সকার লিগে গত চার ম্যাচের তিনটিতেই তারা পয়েন্ট হারিয়েছে। একটি জয়, একটি ড্র ও দুই ম্যাচে হারা। সব মিলিয়ে ১২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২২।
অ্যাওয়েতে অনুষ্ঠিত এ ম্যাচে পুরো ম্যাচেই মাঠে ছিলেন লিওনেল মেসি। তবে কোনো গোলের দেখা পাননি। মায়ামির হয়ে জোড়া গোল করেছেন তাদেও অ্যালেন্দে। অন্য গোলটি করেন ম্যাক্সিমিলিয়ানো ফালকন। সান হোসের হয়ে গোল করেন ক্রিস্টিয়ান আরানগো, বিউ লেরক্স ও ইয়ান হারকেস।
ম্যাচটি ছিল দারুণ জমজমাট। মায়ামি প্রথম মিনিটে গোলের দেখা পান। তবে বেশিক্ষণ তারা এ গোল ধরে রাখতে পারেনি। তৃতীয় মিনিটে তারা সমতায় ফিরিয়ে আনে। শুধু তাই নয়, বিউ লেরক্স ৩৭ মিনিটে দলকে এগিয়ে নেন। পাশাপাশি বিরতির আগেই সান হোসে ৩-১ গোলে এগিয়ে যায়। অ্যালেন্দে বিরতির পর জোড়া গোল করে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















