ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়েছে ম্যানচেস্টার সিটির। এখন শীর্ষ চারে থাকার সম্ভাবনাও নষ্টের পথে। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় বড় এক ধাক্কা হজম করতে হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। দুই দুইবার এগিয়ে গিয়ে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
পয়েন্ট ভাগাভাগির ফলে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে এসেছে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৮। শীর্ষে থাকার লিভারপুলের অবস্থান তাদের দৃষ্টি সীমার বাইরে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের উৎসব নিয়ে পরিকল্পনায় ব্যস্ত তারা। তাদেরকে ধরার আশা ছেড়ে দিয়েছে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালও। দুই দলের মধ্যে পার্থক্য এখন ১৫ পয়েন্টের। খেলা বাকি আর ৯টি করে।
১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানসিটিকে এগিয়ে নিয়েছিলেন দলটির গোলমেশিন খ্যাত আর্লিং হালান্ড। লিগে এটা ছিল তার ২১ তম গোল।
এ গোলের মাঝ দিয়ে একটা কীর্তি গড়েছেন হালান্ড। ম্যানসিটির হয়ে দ্রুততম শততম গোল করার কীর্তি দেখিয়েছেন। এর আগে এ রেকর্ড ছিল অ্যালান শিয়েরারের। ১০০ ম্যাচ খেলেছিলেন তিনি। হালান্ড খেলেছেন ৯৪ ম্যাচ।
২১ মিনিটে সে গোল ফিরিয়ে দেন পারভিস এস্তুপিহান। বিরতির আগে আবার এগিয়ে যায় ম্যানসিটি। ৩৯ মিনিটে ওমর মারমোশ করেন গোলটি। তবে খুব বেশিক্ষণ এ ব্যবধান ধরে রাখতে পারেনি ম্যানসিটি। ৪৮ মিনিটে আত্মঘাতি গোলে ২-২ এ সমতায় ফেরে ম্যাচ।