আবার পয়েন্ট হারিয়েছে রোনালদোর আল নাসর

আল নাসর ও আল তাউনের ম্যাচে বল দখলের লড়াই

সৌদি প্রো লিগে আবার পয়েন্ট হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আল তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ড্রর ফলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে এসেছে দলটি।

আল নাসর পিছিয়ে পড়ার পর ম্যাচে সমতা আনে। ঘরের মাঠের খেলায় সাদ আল নাসরের গোলে আল তাউন এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলটি করেন তিনি। তার শক্তিশালী শট আল নাসরের গোলরক্ষক বেন্টো রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও পারেননি। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে গোলটি করেন তিনি।

বিরতির পর আল তাউন ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল। কিন্তু মুসা বারোর নেওয়া শটটি সরাসরি আল নাসরের গোলরক্ষকের হাতে আশ্রয় নেয়। আল নাসরকে অবশ্য খুব বেশি সময় গোলের ভার বহন করতে হয়নি। আইমেরিক লাপোর্তের গোলে ৬৪ মিনিটে আল নাসর সমতায় ফেরে। বদলি খেলোয়াড় অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল দারুণ একটা ক্রস করেছিলেন। লাপোর্তে মাথা ছুঁয়ে সে বলকে জালে পাঠিয়ে দেন।

ম্যাচে পুরো মাঠে সময় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চেষ্টা করেছেন দলকে জয় এনে দিতে। একাধিকবার তার শট গোলরক্ষক রুখে দিয়েছেন। ফলে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় আল নাসরকে।

Exit mobile version