আবার গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহষ্পতিবার রাতে তার গোলের সুবাদে আল রাইদকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এ জয়ের ফলে আল নাসর তৃতীয় স্থানে উঠে এসেছে। আল হিলাল ও আল ইত্তিহাদ পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে।
৩৯ বছর বয়সী রোনালদো গোলের পাশাপাশি অন্য গোলের রূপকার ছিলেন। গত পাঁচ ম্যাচে এটা ছিল আল নাসরের পঞ্চম ম্যাচে চতুর্থ জয়।
এদিন ম্যাচের ৩৫তম মিনিটে গোল করেন রোনালদো। এ মৌসুমে এটা তার ১৫তম গোল। মার্সেলো ব্রোজোভিচ ছিলেন এ গোলের নায়ক। তার নেওয়া ফ্রি কিকে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা ঠিক মতো বুঝতে পারেননি। ফলে বল ক্লিয়ার করতে পারেননি। তাদের ব্যর্থতায় সামনে আসা সুযোগ নষ্ট করেননি রোনালদো। দারুণ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসর ব্যবধান দ্বিগুণ করে নেয়। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার ১৪ মিনিটে আগে আল নাসর এক গোল হজম করে।
এর আগে পঞ্চম স্থানে থাকা আল আহলি ২-০ গোলে আল ওরুবাহকে হারায়। সর্বশেষ ৯ ম্যাচে এটা তাদের অষ্টম জয়।