ক্রিশ্চিয়ানো রোনালদো আবার জোড়া গোল করেছেন। এবারের জোড়া গোলে শনিবার সৌদি প্রো লিগে তারা আল রিয়াদকে ২-১ গোলে হারিয়েছে। রোনালদো দুটো গোলই করেন দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর রোনালদোর জোড়া গোল তাদের জয় এনে দেয়।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধের শেষ সময়ে ম্যাচ উত্তেজনা ছড়িয়ে দেয় আল রিয়াদের ফায়াজ সেলেমানি। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো গোল করে সমতা ফিরিয়ে আনে। তবে রোনালদোর করা দ্বিতীয় গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। চল্লিশ বছর বয়সী রোনালদো চলমান বলের ওপর দারুণ ভলি শটে গোল করেন। গত দুই ম্যাচে এ নিয়ে রোনালদো চার গোল করলেন। সব মিলিয়ে এবারের মৌসুমে ছয় ম্যাচে তিনি একাধিক গোল করেছেন।
এ জয়ের ফলে রোনালদোর আল নাসর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। এক পয়েন্ট ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। তাদের সামনে এখন দ্বিতীয় হওয়ার হাতছানি। ৫৮ পয়েন্ট নিয়ে তাদের ওপর রয়েছে আল হিলাল। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।