আবার সান মারিনোর ইতিহাস

ফিফা ফুটবল র‌্যাংকিং তালিকায় নাম রয়েছে ২১০টি দেশের। এদের মধ্যে সবার উপরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সবার নিচে অবস্থান সান মারিনোর। সেই দেশটি আবার ইতিহাস গড়েছে। নেশনস লিগের ‘ডি’ লিগ থেকে ‘সি’ লিগে উন্নীত হয়েছে দলটি। সোমবার ‘ডি’ ওয়ান গ্রুপে নিজেদের শেষ ম্যাচ লিখটেনস্টানকে ৩-১ গোলে হারিয়ে তারা ‘সি’ লিগে উন্নীত হওয়া নিশ্চিত করে তারা।

সান মারিনোর জন্য এটা দারুণ এক জয়। চতুর্থ ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। ম্যাচে প্রথম গোল হজম করেও তারা শেষ হাসি হাসে। সান মারিনো তিনটি গোলই করে দ্বিতীয়ার্ধে। লরেঞ্জো লাজারি, নিকোলা ন্যানি ও আলেসান্দ্রো গোল তিনটি করেন।

সান মারিনোর ফুটবল ইতিহাসে এটা ছিল মাত্র দ্বিতীয় জয়। এবারই আসরেই তারা এ জয় পেয়েছে। বিশ্বকাপ বাছাই, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের পাশাপাশি উয়েফা নেশনস লিগে একাধিকবার অংশ নিয়েছে দলটি। প্রতিবারই হতাশ হয়ে তাদের ফিরতে হয়েছে। এতদিন তাদের সাফল্য ছিল বিশ্বকাপ বাছাইয়ে দুই এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে পাওয়া এক ড্র। এবার সব সাফল্যকে তারা ছাপিয়ে গেছে। চার ম্যাচের মাত্র একটিতে হার। ড্র একটিতে বাকি দুই ম্যাচে জয়। দুই জয় আর এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ‘ডি’ লিগ থেকে ‘সি’ লিগে উন্নীত হয়েছে।

লিখটেনস্টানের বিপক্ষে সান মারিনো প্রথম লেগের খেলায়ও জয় পেয়েছিল। সে ম্যাচের ব্যবধান ছিল ১-০।

Exit mobile version