লজ্জায় ডুবে চলেছে ম্যানচেস্টার সিটি। আরও একটা হার সঙ্গী হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। শনিবার রাতে রাতে তারা অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে।
এই হারের ফলে ম্যানচেস্টার সিটি ষষ্ঠ স্থানে নেমে গেছে। তাদেরকে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। লিগ টেবিলে বর্তমানে ৩৬ পয়েন্ট নিয়ে লিভারপুল নেতৃত্বে রয়েছে। তাদের অনুসরণ করে চলেছে চেলসি (৩৪), আর্সেনাল (৩৩) ও নটিংহাম ফরেস্ট (৩১)। অ্যাস্টন ভিলার পয়েন্ট ২৮, ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৭।
একের পর এক ম্যাচে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারিয়ে চলেছে। এটি তাদের ষষ্ঠ হার। পয়েন্ট টেবিলের শীর্ষ দশে থাকা কোনো দল এত বেশি ম্যাচ এখন পর্যন্ত হারেনি। দারুণভাবে লিগ মৌসুম শুরু করা দলটি লিগে গত আট ম্যাচে ষষ্ঠবারের মতো হারের লজ্জায় ডুবলো। সব মিলিয়ে ১২ ম্যাচে তারা একটা মাত্র জয় পেয়েছে।
একের পর এক হারে বিধ্বস্ত ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা এ ম্যাচে জয়ের প্রত্যাশা করেছিলেন। কিন্তু আবারও তাকে হতাশ হতে হয়। জন ডুরান ১৬ মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন। বিরতির পর ম্যানসিটির সাবেক খেলোয়াড় মর্গান রজার্সের গোলে অ্যাস্টন ভিলা এগিয়ে যায়। এ গোলেই ম্যানসিটির হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত হারই হয়েছে ম্যানসিটির ঠিকানা। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ফিল ফোডেন গোল করে ব্যবধান কমান।