২২ দিনের বিরতির পর আবারও প্রাণ ফিরে পেয়েছে ঘরোয়া প্রিমিয়ার ফুটবল লিগ। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই মাঠে নেমেছিল ঐতিহ্যবাহী দুই শক্তিশালী ক্লাব—আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান। তবে দুই জায়ান্ট দলের কারোর মুখেই হাসি ফোটেনি। আবাহনী হেরেছে, আর মোহামেডান সন্তুষ্ট থাকতে হয়েছে ড্রয়ে।
মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২–১ গোলের হারে মুখ থুবড়ে পড়েছে আবাহনী। লিগের ছয়বারের চ্যাম্পিয়ন দলটি ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে। চতুর্থ মিনিটে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্টার গোলে এগিয়ে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা।
শেষ মুহূর্তে আবাহনীর হয়ে মালির সুলেমান দিয়াবাতে একটি গোল পরিশোধ করলেও ফলাফল বদলায়নি। আবাহনীর জার্সিতে এটি দিয়াবাতের প্রথম গোল। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র একটি, অন্যদিকে ব্রাদার্স পেয়েছে তিন।
অন্যদিকে, গাজীপুরে পুলিশ এফসির বিপক্ষে জয় হাতছাড়া করে হতাশায় মাঠ ছাড়ে মোহামেডান। রহিম উদ্দিনের গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বাবলুর গোলে সমতা ফেরায় পুলিশ। এরপর দুই দলই সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচ শেষ হয় ১–১ সমতায়।
প্রথম ম্যাচে ফর্টিসের কাছে ০–২ ব্যবধানে হারা বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের দুই ম্যাচে সংগ্রহ মাত্র এক পয়েন্ট। বিপরীতে চার পয়েন্ট নিয়ে পুলিশ রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে।
দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে ২–০ ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আদু ও রাজন হাওলাদারের গোলে জয় নিশ্চিত করে দলটি। পুলিশের সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে আপাতত শীর্ষে রয়েছে রহমতগঞ্জ।
আগামীকাল বসুন্ধরা কিংস ও ফর্টিসের মধ্যকার ম্যাচটি নির্ধারণ করবে পয়েন্ট টেবিলের নতুন চূড়া। ফর্টিস জিতলে তারা এককভাবে শীর্ষে যাবে, আর কিংস জিতলে টেবিলের উপরের সারিতে যোগ দেবে পাঁচবারের চ্যাম্পিয়নরাও। দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ, দুদলই প্রথম ম্যাচে ড্র করেছিল—এবার জিতলে তাদেরও সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের উপরের ঘরে জায়গা করে নেওয়ার।
