আবাহনী ও রহমতগঞ্জের জয়

আবাহনী ও পুলিশের খেলায় বল দখলের লড়াই

বাংলাদেশ ফুটবল লিগে আরও এক জয় পেয়েছে ঢাকা আবাহনী। শনিবার তারা বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে। উভয়ার্ধে আবাহনী একটি করে গোল পায়। ২৩ মিনিটে আরমান ফয়সাল আকাশের গোলে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে শাহরিয়ার ইমন দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে আবাহনী গোল গড়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুলিশ রয়েছে ষষ্ঠ স্থানে।

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে গোল বন্যায় রহমতগঞ্জ ভাসিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। ৬-১ গোলে জয় পেয়েছে তারা। স্যামুয়েল বোয়েটেং, রাজন হাওলাদার, তাজউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন গোলগুলো করেন। বোয়েটেং ও রাজন দুটি করে গোল করেন।

রহমতগঞ্জ ১২ পয়েন্ট গোল গড়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তিন পয়েন্ট নিয়ে ইয়ংমেন্স নবম স্থানে।

Exit mobile version