ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের সেই জৌলুস আর নেই। জয় শব্দটার সঙ্গে যেন তাদের আড়ি হয়েছে। তাইতো মাঝে মাঝে পাওয়া তাদের জয় সমর্থকদের অন্যরকম এক আনন্দ দেয়। বৃহষ্পতিবার রাতে তেমন এক উপলক্ষ তৈরি করে ম্যানইউ। এদিন পিছিয়ে পড়ার পরও সাউদাম্পটনকে তারা ৩-১ গোলে হারিয়েছে। তিনটি গোলই করেন হামাদ। মাত্র ১২ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক করেন তিনি।
ম্যানইউ আগের ২০ ম্যাচের ৯ ম্যাচে হেরেছে, পাঁচ ম্যাচ ড্র। ২১তম ম্যাচে তাদের হারটা অনেকের কাছেই নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রথমার্ধে ম্যানুয়েল উগার্তের আত্মঘাতি গোলে তারা পিছিয়ে পড়েছিল। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত এমন অবস্থা ছিল। এ অবস্থায় ম্যানইউয়ের হার নিয়ে অনেকেরই কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমাদ দিয়ালো দেখালেন ভিন্ন এক খেলা। ৮২, ৯০ ও ৯২ মিনিটে গোল করে ম্যানইউকে অন্যরকম এক জয় এনে দেন। এর ফলে একটা রেকর্ডেও জায়গা করে নিয়েছেন আমাদ। প্রিমিয়ার লিগে তৃতীয় খেলোয়াড় হিসেবে ম্যাচের শেষ ১০ মিনিটে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন।
এ জয়ের ফলে ২১ ম্যাচ শেষে ম্যানইউয়ের পয়েন্ট ২৬। এর ফলে তারা দ্বাদশ স্থনে উঠে এসেছে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ২১। ২০ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৪৭।
সাউদাম্পটন পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে। ২১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ৬।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















