আমার বিকল্প খুঁজে পাওয়া বার্সার জন্য সহজ হবে না- জাভি

শেষ হলো স্প্যানিশ লা লিগার এবারের মৌসুম। আরো এক মৌসুম কাতালান কোচ হিসেবে থাকার কথা থাকলেও বার্সেলোনার ডাগআউটে শেষ ম্যাচটি কাটিয়ে ফেলেছেন জাভি। যার মূল কারণ ক্লাবের আর্থিক টানাপোড়েন নিয়ে তাঁর নেতিবাচক মন্তব্য।

বার্সার বোর্ড কর্তৃক বরখাস্ত হওয়ার পর তাঁদের ডাগআউটে গতকাল শেষবারের মতো দাঁড়িয়েছিলেন জাভি। সেই ম্যাচটাতে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর বার্সার ভবিষ্যৎ আর বরখাস্ত হওয়া নিয়ে কথা বলেছেন এই স্প্যানিশ কোচ।

বার্সেলোনার সামনে যেই কঠিন বাস্তবতা তা নিয়েই কথা বলেছেন ক্লাবটির সাবেক এই প্লেমেকার। গতকাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘তাদের (বার্সেলোনা কর্মকর্তা) বোঝা উচিত যে তারা কঠিন পরিস্থিতিতে আছে। কারণ, বার্সেলোনা কঠিন একটি ক্লাব এবং আর্থিক অবস্থাও বাজে— (আমার বিকল্প খুঁজে পাওয়া) সহজ হবে না তাদের জন্য।’

বিদায়বেলায় ক্লাবের কর্মকর্তাদেরও সমালোচনা করেছেন জাভি। তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা যা করেছি, সেটার মূল্যায়ন হয়নি বলেই মনে করি আমি।’

সাথে তিনি যোগ করেন, ‘আমরা যখন এখানে আসি, বার্সেলোনা পয়েন্ট তালিকার নবম স্থানে ছিল। আমরা সেবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছি…(এরপর) আমরা ডাবল জিতেছি এবং এ বছর আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।’

Exit mobile version