রেকর্ড ও রোনালদো যেন একে অপরের পরিপূরক। ইউরোপের শীর্ষ লীগ থেকে পাড়ি জমিয়েছেন মরুর দেশ সৌদিতে। যেখানে তার পিছু ছাড়েনি রেকর্ড। আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপ ছাড়া দলীয় সাফল্য না থাকলেও ব্যক্তিগত সাফল্যের বিচারে পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই পর্তুগিজ তারকা এখনো অদ্বিতীয়।
গতকাল দুটি গোল করে দুটি রেকর্ডে নিজের নাম লেখান ৩৯ বছর বয়সী মহাতারকা। সৌদি ফুটবলে ইতিহাস গড়ার পাশাপাশি দারুণ কীর্তি গড়েন বৈশ্বিক ফুটবলেও। মৌসুমের শেষ দিনে আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারায় আল নাসর।
শেষ ম্যাচের দুই গোলে রোনালদো ছাড়িয়ে গেলেন সৌদি লিগের ইতিহাসে সবাইকে। ৩৫ গোল হলো এবার তার। এই লিগের ৪৮ বছরের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড পর্তুগিজ নায়কের।
আল নাসরের হয়েই ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করে আগের রেকর্ডটি গড়েছিলেন মরক্কোর ফরোয়ার্ড আব্দুর রাজ্জাক হামাদাল্লাহ। লিগে নিজের প্রথম পূর্নাঙ্গ মৌসুমেই সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন রোনালদো।
৩১ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১১ গোলে। হ্যাটট্রিক করেছেন চারটি। একইসঙ্গে আরেকটি অনন্য কীর্তিও গড়া হয়ে গেল তার। ভিন্ন চারটি লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়া প্রথম ফুটবলার তিনিই।
ইউরোপের তিন শীর্ষ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ হয়ে সৌদি প্রো লিগেও তিনি গোলের তালিকায় নিজেকে সবার ওপরে রাখলেন। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে দলকে এগিয়ে দেন রোনালদো।
তবে দ্বিতীয় গোলের পর বাঁধনহারা উদযাপনই বলে দিচ্ছিল, রেকর্ডটি তিনি কতটা চাইছিলেন। রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’
চলতি মৌসুমে সিআরসেভেনের সামনে বাকি আর একটি ম্যাচ। সেই ম্যাচে আছে শিরোপা জয়ের সম্ভাবনা।