আয়ারল্যান্ডের জালে ইংল্যান্ডের পাঁচ গোল

আয়ারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নেশনস লিগের শীর্ষ পর্যায়ে খেলার টিকিট পেয়েছে ইংল্যান্ড। রবিবার রাতে আন্তর্বর্তী কোচ লি কার্সলের অধীনে ওয়েম্বলিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এমন জয় পেয়েছে তারা।

নেশনস লিগে বি-টুতে প্রতিদ্বন্দ্বিতা করছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডকে হারানোর মাঝ দিয়ে তারা ৬ ম্যাচ থেকে ১৫ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী মৌসুমে তারা লিগ-এ তে খেলবে। গ্রুপের অপর দল গ্রিসেরও পয়েন্ট ১৫। তবে গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট পেয়ে ইংল্যান্ড সরাসরি লিগ-এতে খেলার টিকিট পেলেও গ্রিসকে খেলতে হবে প্লে অফ ম্যাচ।

ইংল্যান্ড তাদের পাঁচটি গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১মিনিটে আয়ারল্যান্ডের লিয়াম স্ক্যালেস লাল কার্ড পেয়ে বহিষ্কার হওয়ার পরই ইংল্যান্ড প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে। ভিন্ন ভিন্ন পাঁচ খেলোয়াড় গোল পেয়েছে। মাত্র ২৬ মিনিটের ব্যবধানে ইংল্যান্ড এই পাঁচ গোল পায়।

প্রথম গোলটি করেন হ্যারি কেন। বেলিংহামকে ফাউল করায় লিয়াম স্ক্যালেস লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। পেনাল্টি পায় ইংল্যান্ড। ৫৩ মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করেন কেন। এরপর ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডন, ৫৮ মিনিটে কনোর গ্যালাঘের,৭৫মিনিটে জ্যারড বোয়েন ও ৭৯ মিনিটে টেলর হারউড বেলিস গোল পাঁচটি করেন।

Exit mobile version