আর্জেন্টাইন ফার্নান্দেজের জোড়া গোলে চেলসির মূল্যবান জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে নাজুক অবস্থা সাবেক চ্যাম্পিয়ন চেলসি’র। আরেক সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট টেবিলে নিচের দিকে নামার প্রতিযোগিতায় নেমেছে দলটি। তবে রোববার নিজেদের মাঠে দারুণ এক জয় পেয়েছে লা ব্লুজরা। একজন কম নিয়ে ব্রাইটন অ্যান্ড হোভকে ৩-২ গোলে হারিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। জোড়া গোল করেছেন এঞ্জো ফার্নান্দেজ। অন্য গোলটি করেছেন লেভি কোলউইল।

প্রথমার্ধের শেষ মুহুর্তে চেলসি অধিনায়ক কনোর গালাঘের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় তাদেরকে ১০জন নিয়ে খেলতে হয়।

এবারের লিগে ফার্নান্দেজ এ ম্যাচেই প্রথম গোল পেলেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এ মিডফিল্ডার উভয়ার্ধে একটা করে গোল করেন। অবশ্য আগের ম্যাচে লিগ কাপের হয়েও একটা গোল করেছিলেন তিনি। এদিন ১৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন ফার্নান্দেজ। মাত্র চার মিনিট ব্যবধানে চেলসি সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন লেভি কলউইল। নিকোলাস জ্যাকসনের পাস থেকে ব্যবধান বাড়ান লেভি কলউইল।

চেলসি গোল বাড়িয়ে নিতে চেষ্টা করেছিল। আক্রমণের তেজও বাড়িয়েছিল। কিন্তু ঘটে যায় উল্টো ঘটনা। বিরতির দুই মিনিট আগে ব্রাইটন ব্যবধান কমায়। আর বিরতির বাঁশি বাজার আগে বড় দুঃসংবাদটি বয়ে আনেন অধিনায়ক কালাঘের। চেলসির সাবেক খেলোয়াড় বিলি গিলমোরকে অবৈধভাবে স্লাইডিং ট্যাকল করার শাস্তি পেয়ে যান সঙ্গে সঙ্গে। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে  বহিষ্কার করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাইটন সমতা ফেরাতে জোর প্রচেষ্টা চালায়। কিন্তু মাইখাইলো মুডির্কের সঙ্গে ব্রাইটনের বদলি খেলোয়াড় জেমস মিলনার তাল মেলাতে পারেননি। ফলে তাকে ফাউল করেন। প্রায় ছয় মিনিট পরীক্ষা নিরীক্ষার পর ৬৫ মিনিটে রেফারি চেলসির পক্ষে পেনাল্টি দেয়। ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। ৩-১ গোলে এগিয়ে যায় চেলসি। ম্যাচের শেষ সময়ে ব্রাইটন ব্যবধান কমিয়ে ৩-২  গোল করে।

এ জয়ের ফলে চেলসি পয়েন্ট টেবিলের দশম স্থানে উঠে এসেছে। ব্রাইটন রয়েছে অষ্টম স্থানে।

Exit mobile version