২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলো মরক্কো। সেই আসরে ফ্রান্সের কাছে হেরে সেমিফাইনালে বিদায় নিলেও তাদের উত্তসূরীরা দেখিয়েছে আরও বড় চমক। এবার চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে মরক্কো। ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে আশরাফ হাকিমির উত্তসূরীরা।
সব আয়োজন ছিল তৈরি। দীর্ঘ ৩৬ বছর পর ২০২২ সালে কাতারের মাটিতে শিরোপা জিতেছিলো লিওনেল মেসি-ডি মারিয়ারা। সিনিয়র দলের মতো যুবদের আসরে ১৭ বছর পর সেরা হওয়ার সুযোগ ছিলো আর্জেন্টাইনদের। কিন্তু মরক্কোর তাদের সব আনন্দ মাটি করে দিয়েছে।
শিরোপা জয়ের মতো সামর্থ্যও তাদের ছিল। ফাইনালের আগ পর্যন্ত সে প্রমাণও তারা দিয়েছে। পরিস্কার ফেভারিট হিসেবে তারা ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি মেসির উত্তরসূরীরা। তাদেরকে কাঁদিয়ে যুব বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছে মরক্কো। চিলিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয় করে মরক্কো।
দু’টি গোলই হয়েছে প্রথমার্ধে। জাবিরি করেন গোল দুটো। ১২ ও ২৯ মিনিটে তার করা গোল দুটোআর শোধ করতে পারেনি আর্জেন্টিনা। ফলে চোখের জলে বুক ভাসিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
গ্রুপ পর্বে মরক্কো মেক্সিকোর কাছে হেরেছিল। তারপরও দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা নক আউট পর্বে আসে। তারপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচের হার যেন তাদের তাতিয়ে দিয়েছিল। এর একে একে তারা দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র আর ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে আসে। চূড়ান্ত লড়াইয়ে ফেভারিট আর্জেন্টিনাকে তারা কোনো সুযোগই দেয়নি।
আফ্রিকান মহাদেশের দ্বিতীয় দল হিসেবে মরক্কো বিশ্ব যুব কাপ জয়ের কৃতিত্ব দেখিয়েছে। এর আগে ঘানা যুব বিশ্বকাপ জয় করেছিল ২০০৯ সােলে।
আর্জেন্টিনা ২০০৭ সালে সর্বশেষ বিশ্বকাপ জয় করে। তারপর একবারও তারা সেমিফাইনালে বাধা পার হতে পারেনি। এবার শিরোপার অন্যতম দাবিদার ছিল তারা। অপরাজিত তো বটেই শতভাগ জয় নিয়ে ফাইনালে এসেও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে তাদের।
