আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দল ভাবতে নারাজ স্কালোনি

কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা; একের পর এক সাফল্যে যেনো নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো এই কোচের হাত ধরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা।

চিলিকে তাঁরা হারিয়েছে ৩-০ গোলে। আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি আর দি মারিয়াকে ছাড়াই এতো বড় জয়ের পরেও বিন্দুমাত্র অহংকার করতে নারাজ স্কালোনি। সেইসাথে বিশ্বকাপধারী এই দলটিকে অন্যদের চেয়ে সেরাও ভাবছেন না তিনি।

আর্জেন্টিনার এই দলটি সবার চেয়ে সেরা কিনা জানতে চাইলে স্কালোনি বলেন, ‘আমি মনে করি না, আমরা বাকিদের চেয়ে সেরা। সব কিছু খুবই সমান। হ্যাঁ, আমরা ভালো সময় পার করছি এবং আমাদের এভাবেই কাজ করে যেতে হবে।’

আর্জেন্টিনা দলের একটানা এমন সাফল্যের রহস্য নিয়ে স্কালোনি বলেছেন, ‘প্রতিটি টুর্নামেন্ট থেকে আমরা অনুপ্রেরণা পাই। জাতীয় দলের হয়ে খেলার গুরুত্ব এবং এখানে লড়াই করার বিষয়টি নিয়ে খেলোয়াড়দের বোঝানো খুব কঠিন কিছু নয়। তারা বার্তাটা বুঝতে পারে এবং লড়াই চালিয়ে যায়। এর ফল ইতিবাচক এবং সেটা আমাদের সাহায্য করে।’

Exit mobile version