আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল!

ফুটবল দুনিয়ায় ব্রাজিল–আর্জেন্টিনা নামটা উচ্চারিত মানেই বাড়তি রোমাঞ্চ। সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার ছোঁয়া এবার দেখা গেল দক্ষিণ আমেরিকার বয়সভিত্তিক টুর্নামেন্ট কনমেবল লিগা ইভল্যুশনের অনূর্ধ্ব–১৫ ফাইনালেও। প্যারাগুয়ের আসুনসিওনে অনুষ্ঠিত এই ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫–৪ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল।

নির্ধারিত ৮০ মিনিটের খেলায় দুই দলই আক্রমণ–প্রতিআক্রমণে মেতে ছিল। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হয় ২–২ সমতায়, এরপর ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানেই ব্রাজিলের গোলরক্ষকের বীরত্বে ট্রফি ওঠে সেলেসাওদের হাতে। আর্জেন্টিনার শেষ শটটি মিস করেন রোমান গঞ্জালেস, যা ঠেকিয়ে দেন ব্রাজিল কিপার।

পুরো টুর্নামেন্টজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন রিভার প্লেটের তরুণ স্ট্রাইকার ব্রুনো কাবরাল। ফাইনালে পিছিয়ে পড়েও তার জোড়া গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। যদিও টাইব্রেকারে ভাগ্য সহায় হয়নি, তবু কাবরালের পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশ্ব।

মাত্র ১৫ বছর বয়সেই কাবরাল যেন আর্জেন্টিনার নতুন আশার প্রতীক। পুরো আসরে দলের ১১ গোলের মধ্যে ১০টিই এসেছে তার পা থেকে, যা তাকে করেছে সর্বোচ্চ গোলদাতা। গত মৌসুমে রিভারের নবম বিভাগে ২৬ ম্যাচে ২৭ গোল করেছিলেন এই প্রতিভাবান কিশোর।

সহখেলোয়াড়দের কাছে তিনি পরিচিত ‘১৫ বছরের পেশাদার ফুটবলার’ নামে—তার শৃঙ্খলা, ফিটনেস, আর খেলার প্রতি নিবেদন দেখে। ফাইনালে হেরেও কাবরাল ও তার সতীর্থদের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৫ দলের কোচিং স্টাফ।

Exit mobile version