লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়ার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল ৬ টায় মেগা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জিততে পারলেই কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপার স্বাদ পাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
নতুন ইতিহাসকে সামনে রেখে আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই একাদশ ঘোষণা করেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ‘ওলে’-এর প্রতিবেদন অনুযায়ী অপরিবর্তিত একাদশ নিয়েই কলম্বিয়ার বিপক্ষে ফুটবল যুদ্ধে নামবে স্কালোনির শিষ্যরা। অর্থাৎ কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে যারা ছিলেন, সেই একাদশ ফাইনাল ম্যাচেও থাকবে।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার একাদশঃ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।
মাঝমাঠ: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
আক্রমণভাগ: আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।