কোপা আমেরিকা ফুটবলের ৪৮তম ফাইনালে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬ টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ধারেভারে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও সাম্প্রতিক পারফরমেন্সে কলম্বিয়াকে পিছিয়ে রাখার সুযোগ নেই। বরং এগিয়ে রাখতে হবে হামেস রদ্রিগেজের কলম্বিয়াকেই। এমনকি এবারের কোপাতেই উভয় দলই পাঁচ ম্যাচে অপরাজিত। আবার গোলসংখ্যায় এগিয়ে কলম্বিয়া। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে এবারের কোপা আমেরিকা ফাইনাল।
প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে বিদায় করে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কলম্বিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২০২৩ সালে সর্বশেষ কলম্বিয়ার কাছে হেরেছিলো আর্জেন্টিনা। এর পর তারা অপরাজিত ১০ ম্যাচে। এইদিক দিয়ে এগিয়ে কলম্বিয়া। কাতার বিশ্বকাপের টানা ২৮ ম্যাচে তারা অপরাজিত।
২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। শেষবার ২০০১ সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে শেষ আট কোপা আমেরিকায়- ছয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
১৯৯১ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিলো কলম্বিয়া ও আর্জেন্টিনা। ওই ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিলো। ফাইনাল ছাড়াও ম্যাচ জেতার দিক দিয়েও এগিয়ে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৮ বারের দেখায় আর্জেন্টিনা ৭ জয়ের বিপরীতে ৪ জয় কলম্বিয়ার। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।
তাই তো এবারের ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইবে। অন্যদিকে ১৯৯১ সালের ফাইনালে হারের প্রতিশোধ নিতে চাইবে কলম্বিয়া।