দক্ষিণ আমেরিকান অনুর্ধ্ব-২০ ফুটবলের চূড়ান্ত পর্ব জয়ে শুরু করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভেনেজুয়েলায় চলমান টুর্নামেন্টে গত রাতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে চিলিকে এবং ব্রাজিল ১-০ গোলে শক্তিশালী উরুগুয়েকে হারিয়েছে। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা কলাম্বিয়া ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারাগুয়েকে।
চূড়ান্ত পর্বে মোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রত্যেক দল এ পর্বে পাঁচটি করে ম্যাচ খেলবে। এ পর্ব শেষে শীর্ষ চার দল সরাসরি অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তবে বিশ্বকাপের আয়োজক হওয়ায় পঞ্চম হলেও চিলি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচ শেষে কলাম্বিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিলের পয়েন্ট সমান। তবে গোল পার্থক্যে কলাম্বিয়া সবার উপরে রয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি দলগুলো দ্বিতীয় ম্যাচের জন্য মাঠে নামবে। সে ম্যাচে ব্রাজিল কলাম্বিয়ার, আর্জেন্টিনা উরুগুয়ের এবং প্যারাগুয়ে চিলির মুখোমুুখি হবে।
৭ গোল করে কলাম্বিয়ার নেইসার ভিলারিয়াল গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে। চিলির হুয়ান ফ্রান্সিসকো রোসেল ৬ গোল নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।