চলতি বছরের ২৫ মার্চ দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্বের শেষটা হলো পরাজয়ের মধ্য দিয়ে। কনমেবল বাছাইয়ের শীর্ষে থাকা আলবিসেলেস্তেরা বুধবার ভোরে ইকুয়েডরের মাঠে ১-০ গোলে হেরে যায় দ্বিতীয়স্থানে থাকা দলের কাছে। ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করে এই হারকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
এস্তাদিও মনুমেন্তালে শুরুটা ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণেই। কিন্তু ৩১ মিনিটে বড় ধাক্কা খায় তারা। গোলমুখে ছুটে যাওয়া ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিকোলাস ওতামেন্ডি। এর কিছু পরেই পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়ার গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। বাকি সময় জুড়ে দশজন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে। যদিও দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের ময়েসেস কায়কাদোও লাল কার্ড দেখেন, তবু ম্যাচে ফিরতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।
২০১৫ সালের পর বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে জেতা হয়নি ইকুয়েডরের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল তারা। এ হারের পর স্কালোনি বলেন,
“আমরা সৌভাগ্যক্রমে প্রায়ই জিততে অভ্যস্ত। কিন্তু সবসময় জেতা যায় না। প্রতিপক্ষ ভালো খেললে অনেক সময় কষ্ট হয়। আজ আমরা ভুগেছি, বিশেষ করে ১০ জন নিয়ে খেলার পর।”
দ্বিতীয়ার্ধে দল নিয়ন্ত্রণে থাকলেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ করেন তিনি,
“ম্যাচ কঠিন ছিল। তবুও আমরা লড়াই করেছি। দ্বিতীয়ার্ধ আমাদের নিয়ন্ত্রণে ছিল, তবে আরও কিছু করা যেত। ইতিবাচক দিক হলো দল চেষ্টা করেছে। এখন সামনে এগোতে হবে।”
লাল কার্ডের কারণে ওতামেন্ডি এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। সেটি সম্ভবত বিশ্বকাপের আগে মার্চে স্পেনের বিপক্ষে ফিনালিসিমাতে কার্যকর করা হবে বলে জানান স্কালোনি।
এদিকে মেসি চোট থেকে ফিরলেও তাকে ঝুঁকি না নিয়ে মাঠে নামানো হয়নি। তার জায়গায় ১০ নম্বর জার্সি দেওয়া হয় তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে। এ প্রসঙ্গে কোচ বলেন,
“মূলত থিয়েগো আলমাদা ১০ নম্বর জার্সি পাওয়ার কথা ছিল। কিন্তু সে খেলতে পারেনি। তাই আমরা দিয়েছি মাস্তান্তুয়োনোকে। ওর ব্যক্তিত্ব আছে, বল পায়ে খেলতে স্বচ্ছন্দ। তবে কঠিন সময়ে নামায় সুযোগ তেমন পায়নি। ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে যাবে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















