পর্তুগাল নবমবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট পেল।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলার টিকিটটা আগেই পেতে পারতো পর্তুগাল। কিন্তু দুর্ভাগ্য তাদের। এক ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ড্র করে। পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যায়। এতে পুর্তগালের বিশ্বকাপে সরাসরি খেলাটা একটু অনিশ্চয়তায় পড়ে যায়। কিন্তু রবিবার রাতে সব অনিশ্চয়তা উড়িয়ে আর্মেনিয়ার বিপক্ষে জয়ে বিশ্বকাপে পর্তুগাল চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই তারা বাছাই পর্বের শেষ ম্যাচে চূড়ান্ত পর্বে পৌঁছেছে। এর ফলে পর্তুগাল নবমবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট পেল।
আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেস ও হোয়াও নেভেস হ্যাটট্রিক করেছেন। অন্য তিন গোল করেছেন রেনাতো ভেইগা, গনকালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইকাও।
আগের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আর্মেনিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না পর্তুগালের। তাছাড়া লাল কার্ড পাওয়ায় এ ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সব মিলিয়ে একটা শঙ্কা জেগে বসেছিল পর্তুগালের সমর্থকদের মধ্যে। কিন্তু ম্যাচের বয়স আধাঘন্টা পার হওয়ার আগেই সব শঙ্কা উড়িয়ে দেন নেভেসরা। এ সময়ের মধ্যে তিন গোল করে আর্মেনিয়ার বিপক্ষে জয়ে বিশ্বকাপে পর্তুগাল নিশ্চিত করেন তারা। বিরতির আগে পর্তুগাল ৫-১ ব্যবধানে এগিয়ে যায়।
নিজেদের মাঠের খেলায় সহজ জয় পেলেও শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। পর্তুগাল আগে গোল করলেও ১৮ মিনিটের সময় তা ফিরিয়ে দেয় আর্মেনিয়া। খেলায় আর্মেনিয়ার আধিপত্য বলতে এতটুকুই। তারপর থেকে তারা শুধু গোলের লজ্জায় ডুবেছে।
এ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পর্তুগাল বাছাই পর্ব শেষ করলো। আয়ারল্যান্ডের পয়েন্ট ১০। শেষ ম্যাচে তারা হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে। গ্রুপে রানার্স আপ হয়ে তারা এখন প্লে অফ খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















