নারী চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বড় ধাক্কা হজম করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে গেছে দলটি।
প্রথমার্ধে স্পষ্ট আধিপত্য ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের। ইমিলি ফক্স ও মারিওনা ক্যালডেনটির গোলে প্রথমার্ধে ইংলিশ ক্লাবটি দুই গোলে এগিয়ে যায়। কিন্তু বিরতির পর স্বাগতিক দল চমকে দেয় সফরকারীদের। বিরতির পরপরই ব্যবধান কমায় বায়ার্ন মিউনিখ। তবে চমকটা তারা রেখেছিল শেষ সময়ের জন্য। মাত্র ছয় মিনিটের মধ্যে জোড়া গোলের দেখা পায় বায়ার্ন। আর তাতেই আর্সেনালকে থমকে জয় তুলে নেয় তারা।
এ জয়ের মাঝ দিয়ে বায়ার্ন মিউনিখ টানা দ্বিতীয় জয় তুলে নিল। সব মিলিয়ে তিন ম্যাচে তাদের এটা দ্বিতীয় জয়। অন্যদিকে আর্সেনাল সেই এক জয়ে আটকে থাকলো। তিন ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট তাদের। আর পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১২তম স্থানে। শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অলিম্পিক লিও এবং ম্যানচেস্টার ইউনাইটেড। তাদেরও সংগ্রহ ৯ পয়েন্ট।
