আর্সেনালকে টপকে শীর্ষে লিভারপুল

ইপিএল

টানা দুই ড্রয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠলো অলরেডরা। এ জয়ে ১৯ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৪০। আছে টেবিলের দুইয়ে।

পয়েন্ট টেবিলে লিভারপুল ও বার্নলি- দুই দলের অবস্থান দুই মেরুতে। লিভারপুল শীর্ষে আর বার্নলি তলানিতে। সে হিসেবে লিভারপুলের সহজ জয়টা প্রত্যাশিত ছিল কিন্তু তা হয়নি। বার্নলি তাদের ছেড়ে কথা বলেনি।

ষষ্ঠ মিনিটে ডারউইন নুনেজের গোলে সফরকারী লিভারপুল এগিয়ে গেলেও জয় নিশ্চিত করা গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৯০তম মিনিট পর্যন্ত। দিয়াহো হোতা করেন গোলটি।

অ্যাসলে টার্ফ মুরে অনুষ্ঠিত ম্যাচটি ছিল লিভারপুলের জন্য উড়ন্ত এক সূচনা। এমন সূচনার পরও বার্নলি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে স্বস্তিতে থাকতে দেননি। লিভারপুলের আক্রমণগুলো বেশ দারুণভাবে তারা রুখে দিচ্ছিল। তবে মোহাম্মদ সালাহর একটা শট ক্রসবারে লেগে ফিরে আসে। আর কোডি গ্যাকপো এবং হার্ভে ইলিয়টের দুটো চেষ্টা বাতিল হয়ে যায়।

শুধু আক্রমণ রুখতে ব্যস্ত ছিল স্বাগতিক বার্নলি তা নয়। সুযোগ বুঝে আক্রমণেও গেছে তারা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরানোর সুযোগও পেয়েছিল দলটি। কিন্তু দুর্ভাগ্য, জ্যাকব ব্রুনো লারসেনের শট বিষ্ময়করভাবে পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এ জয় লিভারপুলকে দারুণ স্বস্তি এনে দিয়েছে। প্রিমিয়ার লিগে গত তিন ম্যাচে এটা তাদের প্রথম জয়। আগের দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সঙ্গে তারা পয়েন্ট ভাগাভাগি করে। স্বাভাবিকভাবেই স্বস্তিতে দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।

Exit mobile version