আর্সেনালকে থমকে দিল বোর্নমাউথ

ইংলিশ প্রিমিয়ার লিগ

গোলের পর ইভানিলসন

লা লিগা, সেরি আ’তে শিরোপা লড়াইয়ের উত্তেজনা এখনো জমজমাট। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে সেই উত্তেজনা নেই। আগেভাগে শিরোপা নিশ্চিত করে লিভারপুল সেই উত্তেজনাতে পানি ঢেলে দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইটা এখনো শেষ হয়নি। সে লড়াইয়ে অনেকটা এগিয়ে আর্সেনাল। তবে গতরাতে বড় একটা ধাক্কা হজম করতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালকে। নিজেদের মাঠের খেলায় আগে গোল করেও বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে গেছে।

হার সত্ত্বেও পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় স্থানেই রয়েছে। ৩৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। পরের ম্যাচগুলোতে কোনো অঘটন না ঘটলে দ্বিতীয় স্থানে থেকেই তারা এবারের লিগ শেষ করতে পারবে।

এদিকে জয়ের মাঝ দিয়ে বোর্নমাউথ একটা কীর্তি গড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো আর্সেনালের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও জয় পেয়েছে তারা। আর এ জয় তাদেরকে অষ্টম স্থানে নিয়ে এসেছে। যার ফলে তারা ইউরোপিয়ান ফুটবলে প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি করেছে।

৩৪ মিনিটে ডেকলান রাইসের করা গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। এক গোলে এগিয়ে থেকে তারা গিয়েছিল বিরতিতে। কিন্তু বিরতির পর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা হয়তো কল্পনাতেও আনেনি। ৬৭ মিনিটে ডিন হুইসেন সমতা আনার পর ইভানিলসন ৭৫ মিনিটে গোল করে বোর্নমাউথকে জয় এনে দেন। আর আর্সেনালের গর্জনও থামিয়ে দেন।

Exit mobile version