উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেন্ত জার্মেইয়ের দরকার ছিল হার এড়ানো। কিন্তু বুধবার নিজেদের মাঠের খেলায় ড্র’র পথে হাঁটেনি পিএসজি। বরং আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে প্যারিস সেন্ত জার্মেই ফাইনালে পৌঁছেছে। প্র্রথম লেগে ১-০ ব্যবধানে জয় থাকায় ৩-১ গোল করে জয় পেয়েছে ফ্রান্সের দলটি। এ জয়ের ফলে পাঁচ বছর ব্যবধানে আবার ফাইনালে পৌঁছেছে প্যারিস সেন্ত জার্মেই।
শিরোপা জয়ের লড়াইয়ে প্যারিস সেন্ত জার্মেই মুখোমুখি হবে ইন্টার মিলানের। আগের দিন ৭-৬ গোল গড়ে বার্সেলোনাকে হারিয়ে ইন্টার মিলান ফাইনালে পৌঁছেছে। প্রথম লেগের খেলা ৩-৩ গোলে ড্র হওয়ার পর ফিরতি লেগে ইন্টার মিলান ৪-৩ গোলে জয় পায়। আগামী ৩১ মে মিউনিখে ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রথম লেগে নিজেদের মাঠে আর্সেনাল ম্যাচের শুরুতেই গোল হজম করেছিল। সে গোল তারা ফেরত দিতে পারেনি। ফাইনালে খেলতে হলে এ ম্যাচে তাদেরকে অন্তত দুই গোলের ব্যবধানে জয় পেতে হতো। কিন্তু আর্সেনাল তার ধারেকাছে যেতে পারেনি। বরং বিরতির আগে এক গোল করে আর্সেনালের কাজটি আরো কঠিন করে তোলেন প্যারিস সেন্ত জার্মেইয়ের ফ্যাবিয়ান রুইজ। ম্যাচের ২৭ মিনিটে গোল করেন তিনি।
বিরতির পর আবার গোল পায় প্যারিস সেন্ত জার্মেই। এবার গোল করেন আচরাফ হাকিমি। ৭২ মিনিটে তার করা গোলের পর আর্সেনালের আর ফেরার উপায় থাকে না। কেননা প্যারিস সেন্ত জার্মেই তখন ৩-০ গোল গড়ে এগিয়ে। ৭৬ মিনিটে বুুকায়া সাকো একটা গোল ফিরিয়ে দিয়েছেন কিন্তু তা আর্সেনালের ফাইনালে ওঠার জন্য যথেষ্ঠ ছিল না।
