উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় স্প্যানিশ ক্লাবটি ২-০ গোলে জয় পেয়েছে। লিন্ডা কেইসেডো এবং আথেনিয়া ডেল ক্যাস্টিলো গোল দুটি করেন। গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এটি আর্সেনালের প্রথম হার।
রিয়াল মাদ্রিদ উভয়ার্ধে একটি করে গোল পায়। ২১ মিনিটে আর্সেনালের রক্ষণভাগের একটা ভুলের সুযোগ কাজে লাগিয়ে কেইসেডো রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। গোল হজম করার পর আর্সেনাল যেনো খেই হারিয়ে ফেলে। তারা নিজেদের মধ্যে পাসিংয়েও ভুল করতে থাকে। ফলে স্বাগতিক রিয়াল মাদ্রিদ আরো বেশি করে আক্রমণের সুযোগ পায়। তবে গোল পেতে তাদের যথেষ্ঠ কাঠখড় পোহাতে হয়েছে।
খেলোয়াড় বদলের পর আর্সেনালের আক্রমণের ধার বেড়েছিল । কিন্তু আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতার তাদের গোল পাওয়া হয়নি।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের বদলি খেলোয়াড় ডেল কাস্টিলো গোল করে দলের জয় নিশ্চিত করেন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে গোলটি করেন তিনি। তার এ গোলে রিয়াল মাদ্রিদের প্রথম লেগের জয় নিশ্চিত হয়।