আর্সেনালের রেকর্ড গোলে জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

গোলের পর আর্সেনালের আনন্দ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনে পিএসভি আইন্দহোফেনকে গোল বন্যায় ভাসিয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনার ৭-১ গোলে জয় পেয়েছে। প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে চারটি গোল করে তারা। প্রথমার্ধে এক পর্যায়ে মাত্র ১৩ মিনিটের মধ্যে তিন গোল পেয়ে যায় আর্সেনাল।

দ্বিতীয় বা ফিরতি লেগ এখনো বাকি। তবে প্রথম লেগের বিশাল জয়ে আর্সেনাল পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করেছে বলা যেতেই পারে। কেননা পরবর্তী রাউন্ডে আর্সেনাল নিজেদের মাঠে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে এটা আর্সেনালের সবচেয়ে বড় ব্যবধানে জয়। অন্যদিকে নিজেদের মাঠে পিএসভি এই প্রথম সাত গোল হজম করলো। একই সঙ্গে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো ডাচ ক্লাবের এটা প্রথম সাত গোল হজম।

ম্যাচের শুরু থেকেই আর্সেনাল একচ্ছত্র আধিপত্য করে খেলে। হুরিয়েন টিম্বার ১৮ মিনিটে, ২১ মিনিটে ইথান নোয়ানেরি ও ৩১ মিনিটে মাইকেল মেরিনো গোল করেন। দ্বিতীয়ার্ধে মার্টিন ওডেগার্ড জোড়া গোল করেন। গোলদাতার তালিকায় এ সময়ে আরও নাম লেখান লিন্দ্রো ট্রোসার্ড ও রিকার্ডো কালাফিওরি।

Exit mobile version