আর্সেনালের হয়ে ইজির প্রথম গোল

কারাবাও কাপ

আর্সেনালের হয়ে এবেরেচি ইজি প্রথম গোলের দেখা পেয়েছেন। তার সঙ্গে গোল করেছেন লিন্দ্রো ট্রসার্ড। দুই গোলের সুবাদে আর্সেনাল কারাবাও কাপে পোর্ট ভালেকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে।

আর্সেনালের জন্য দারুণ এক জয় এটি। তার থেকে বড় বিষয় ইজির গোল। ম্যাচের মাত্র অষ্টম মিনিটে গোলের দেখা পান তিনি। তার এ গোলকে সঙ্গী করে বিরতিতে যায় আর্সেনাল।

ম্যাচে আরও বেশি ব্যবধানে আর্সেনালের জয় পাওয়াটা স্বাভাবিক ছিল। খেলার বেশির ভাগ সময় তারা নিয়ন্ত্রণ করলেও গোলের জন্য পরিস্কার সুযোগ তৈরি করতে পারছিল না। অবশেষে ৮৬ মিনিটে তাদের স্বস্তি এনে দেন ট্রসার্ড। তার গোলে আর্সেনাল দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

ম্যাচের ৭৮ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করে আর্সেনাল। তবে শুরুতে গোল করলে পরবর্তীতে পোর্ট ভালের রক্ষণভাগ ভাঙ্গা তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল।

এদিকে দিনের অন্য এক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৪-১ গোলে ব্রাডফোর্ড সিটিকে। এছাড়া টটেনহাম হস্পার ৩-০ গোলে হারিয়েছে ডনকাস্টার রোভার্সকে।

Exit mobile version