সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী শুরু করেছে বাংলাদেশ। বুধবার (২০ আগস্ট) থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে সফরকারী দল। দুই গোল করেছেন আলপি আক্তার এবং একটি গোল এসেছে সুরভী আকন্দ প্রীতির।
শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলেছে বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষকের দক্ষতায় প্রথম দিকে গোল করা সম্ভব হয়নি। ম্যাচের দ্বিতীয় মিনিটে ডান থেকে আগানো আলপি আক্তারের শট পোস্টের কাছ থেকে আটকান ভুটানের গোলকিপার।
পঞ্চম মিনিটে সোনাম কুয়েনের দুর্বল শটও গোলরক্ষক মেঘলা রানী রায়ের কাছে গিয়ে গোল আটকানোর চেষ্টায় বিভ্রান্তি সৃষ্টি করে। যদিও শেষ পর্যন্ত তিনি বলকে আটকাতে সক্ষম হন।
১৯ মিনিটে বাংলাদেশ আরও একটি ভালো সুযোগ তৈরি করলেও প্রীতির শট দ্রুত বেরিয়ে আসা গোলকিপারের কাছে থেমে যায়। ৩৩ মিনিটে কর্নার থেকে হেডে করা শট ভুটানের এক ডিফেন্ডার ফিরিয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি সময়ের কিছুক্ষণ পর আরিফা আক্তারের লং পাসের সাহায্যে প্রীতি প্রতিরোধ ভেঙে হেডে বল জালে জড়ান।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বক্সের সামনে থেকে দুর্দান্ত শটে গোল করেন আলপি। ৬১ মিনিটে স্বাগতিকরা ব্যবধান কমায় (২-১)। কিন্তু ৬৬ মিনিটে আবারও আলপি আক্তারের গোলে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে নেয়। কর্নার থেকে আসা বলকে জটলার মধ্যে প্লেসিংয়ে ৩-১ করেন তিনি।
প্রথম ম্যাচেই জয় নিয়ে ফুরফুরে মেজাজে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশের মেয়েরা। তবে টাইগ্রেসদের মুল লক্ষ থাকবে সাফ অনুর্ধ্ব ১৭ এর শিরোপা অর্জন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















